কামাল উদ্দিন টগর নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামের কৃষক মোজাফ্ফর ইসলামের গোয়াল ঘর থেকে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের চারটি গরু ও একটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।
২ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বলরামচক গ্রামে এই চুরির ঘটনা ঘটে। মোজাফ্ফর ইসলাম জানান, বাড়ির সংলগ্ন গোয়াল ঘরে গরু- ছাগল রেখে প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে গোয়াল ঘরে গিয়ে দেখেন চোরেরা চারটি গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে গেছে। চারটি গরু ও একটি ছাগলের আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।
এবিষয়ে আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) সাহাবুদ্দীন জানান, এ ঘটনায় গরুর মালিক মোজাফ্ফ ইসলাম থানায় এসে একটি লিখিত অভিয়োগ করেছেন। অভিযোগ পেয়ে ঘটনারস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদনঃ- একেএম কামাল উদ্দিন টগর-
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-০১৭৪৯৫৬৭৩১৪
ক্যামেরায়ঃ- আসিফ হাসান।