বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার জাতীয় ও স্থানীয় নির্বাচনের ভোট কেন্দ্র পরিচালকদের প্রশিক্ষন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মসুচীতে মেহেরপুর-২ আসন নির্বাচনী কমিটির সদস্য সচিব জনাব শফিকুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডা: রবিউল ইসলাম,
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজজউদ্দীন খান,প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টয়া জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জেলা নির্বাচন কমিটির সচিব জনাব মো: খাইরুল ইসলাম রবিন, প্রশিক্ষক হিসাবে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল আলম,জেলা জামায়াতের সেক্রেটারি ও মেহেরপুর-১ আসন নির্বাচনী কমিটির সচিব ইকবাল হোসেন,জেলা জামায়াতের প্রচার সেক্রটারি,মুজিবনগর উপজেলা সেক্রেটারি ও মেহেরপুর-১ আসন নির্বাচনী কমিটির সদস্য সচিব খাইরুল বাসার,জেলা জামায়াতের যুব বিভাগীয় সেক্রেটারি ও মেহেরপুর পৌরসভার আমীর সোহেল রানা ডলার,মেহেরপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব নাজমুল হুদা,গাংনী পৌরসভা আমীর জনাব আহসান হাবিব প্রমুখ।