Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৫ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮শে এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে, বেলা ১২টায় তাকে জেলা আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত তোফায়েল আহমেদ বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত শওকত আলীর পুত্র। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পুলিশ সুত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণায় বাঁধা, গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার মামলা নং- ২০(১০)২৪ এর এজাহার নামীয় আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।