নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী সীমান্তে ১৬ ব্যাটালিয়নের অধীনস্থ বাংগাবাড়ী সীমান্তে ভারতীয় এক যুবকে আটক করেছেন। ৩ ডিসেম্বর নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) বাংগাবাড়ী বিওপির নিয়মিত টহল দল নিজস্ব এসআইপি সদস্যর তথ্যের ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে বাংগাবাড়ী বিওপি মেইন পিলার ২০৪ হতে আনুমান ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার নামক স্থানে রাত ৯টার সময় একটি অভিযান পরিচালনা করে। ১ জন ভারতীয় নাগরিক আটক করা হয়। আটককৃত ব্যক্তির নিকট তার পাসপোর্ট বা বৈধ কোন ডকুমেন্ট পাওয়া যায়নি এবং আটককৃত ব্যক্তি নিজেই স্বীকার করেন ১০-১২ দিন আগে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন। নওগাঁ ব্যাটেলিয়ান ১৬ বিজিবি তার দেহ তল্লাশী করে বাংলাদেশী ২৫০ টাকা ও ভারতীয় ১০ রুপি(কয়েন)পাওয়া যায় তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।