বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি:-
কুমিল্লা বুড়িচংয়ে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপরে হামলা ও হত্যার একাধিক মামলার আওয়ামী দোসরদের নিয়ে এনআইডি স্মার্ট কার্ডের উদ্বোধন করা হয়েছে।
০৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে এনআইডি স্মার্ট কার্ডের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারুক আহমেদ।
এসময় জেলা নির্বাচন অফিসারদের পাশাপাশি উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও হত্যার একাধিক মামলার আসামী বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, ফারুক চেয়ারম্যান, জসিম মেম্বার, অহিদুর রহমান অকি মেম্বার, বাদল খা মেম্বার, সুলতান মুন্সী মেম্বার সহ আওয়ামীলীগের আরো অনেকে উপস্থিত ছিলো।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ বলেন, আমি কিছু জানি না। বিএনপিকে এ অনুষ্ঠানের বিষয়ে কোন অবগত করেনি। কিন্তু জামায়াত এবং আওয়ামিলীগের অনেক নেতাকর্মীকে প্রোগ্রামে দেখেছি।
বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আমি ইউনিয়ন পরিষদের বাহিরে কাউকে দাওয়াত দেওয়া হয়নি। আর এখানে কারা মামলার আসামী কারা আওয়ামী দোসর সেটাতো আমি জানি না।