আমির হোসাইন, স্টাফ রিপোর্টার:-
৬ ডিসেম্বর শুক্রবার সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নে আদর্শ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝরঝরিয়া,নতুন গুদিগাঁও, কাইয়ারগাঁও, আমপাড়াসহ বিভিন্ন গ্রামের প্রায় চার শতাধিক বিভিন্ন রোগীদের ব্যাবস্থাপনাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
অর্থোপেডিক্স, ট্রমা, বাতরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তাপ ও হৃদরোগ বিষয়ে বিশেষজ্ঞ ডাঃ তানভীর আহমেদ, প্রসূতি এবং গাইনী বিষয়ে অভিজ্ঞ ডাঃ তামান্না বেগম, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ দেলোয়ার হোসাইন এবং মেডিসিন, চর্মরোগ , শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ ডাঃ মাহবুব হাসান হৃদয় ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক,কান,গলারোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন ডা. এম নূরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে পাঁচটি গ্রামে চার শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রাথমিক ঔষধ সামগ্রী প্রদান করা হয়। টিম ব্যবস্থাপক ডাঃ তানভীর আহমেদ জানান, আগামীতে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষে সেবা করতে চান।
ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ তানভীর আহমেদের পিতা জনাব মো: সেলিম সিকদার, ইসমাইল হোসেন, মো: আমজাদ হোসেন, মো: আলী হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।