Crime News tv 24
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস পালিত।

admin
ডিসেম্বর ৯, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:-

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর-২০২৪) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ।

উক্ত সভায় আলোচনা করেন জেলা শাখার সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি অর্চনা অধিকারী, মনোয়ারা সানু, সুমিত্রা বেসরা, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মূর্মু, সদস্য রেহেনা বেগম, মিনতি এক্কা, রাজমনি কলি।

আলোচনা সভায় আলোচকরা বলেন, সশিক্ষায় স্বপ্রচেষ্টায় গড়ে ওঠা, জেগে ওঠা শতাব্দীর অগ্রপথিক বেগম রোকেয়া। আমাদের সমাজে বিরাজমান সকল প্রকার গোঁড়ামি, অন্ধত্ব, কুসংস্কার-নারীর দাসত্ব অবমাননার বিরুদ্ধে, নারী-পুরুষের সমতার পক্ষে, নারীর ক্ষতায়নের পক্ষে, অগ্রসর জীবন ও সমাজ ভাবনার এক সমাজ সংস্কারক। রোকেয়া ও তাঁর চিন্তা-ধারা বাংলাদেশের নারী আন্দোলনের কেন্দ্রীয় ভাবনায় ও কর্মে আছে। নারীমুক্তি ভাবনায় তাঁর স্বাপ্নিক বহুদূরগামী দৃষ্টিভঙ্গী আজ বাংলাদেশের নারী আন্দোলনের বহুমাত্রিক কর্মকান্ডে প্রতিফলিত। সভায় জেলা ও পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।