Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

-সমুদ্রে দেব ঝাপ…….

admin
ডিসেম্বর ১০, ২০২৪ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

কলমে রিতুনুর:-

যাচ্ছি চলে না বলে সমুদ্রে দেবো ঝাপ
সমুদ্র উত্তাপ,
আজ স্বাধীন বাংলা স্বাধীন কোথায
যে যেমনে পারে চলে,
স্কুল পড়া মুখগুলো পাকনা কথা বলে।
বুঝতে পারি
নিঃশ্বাসের নাই বিশ্বাস,
মুখে মুখে শুনি হা- হুতাস
আদর্শের স্বপ্নের স্বদেশ,
ভালো নেই জানি।
সামনের দিকে এগিয়ে
যাওয়ার বদলে,
পিছের কথাগুলো সারাক্ষণ আনে টানি
এসব দেখে বুকের মধ্যে
পিদিম বাতি জ্বলে
মরতে ইচ্ছা করে গিয়ে ডুবে সাগর তলে।
পন করেছিলাম
দেশের তরে যারা হল বলিয়ান,
ভুলবো না কখনো তাদের আত্মদান।
সবাই একসাথে মিলেমিশে
কাঁধে হাত রেখে চলবো,
সুখের স্বদেশ গড়বো।
এখন দেখছি এক তরফা সব,
যদি রক্ষা করে এসে
খোদা মহান আল্লাহর মোদের রব।।