মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
কয়েক দিন ধরে কনকনে শীত পড়েছে। সকাল ও সন্ধ্যায় পর ঠান্ডা বাড়ছে। ঠান্ডার কারণে বাড়ছে রোগের প্রকোপ। ঠান্ডা – কাশি, নিউমোনিয়া,শ্বাস, জ্বর ও ভাইরাল ডায়রিয়ার বেশি আক্রান্ত হচ্ছে নবজাতক শিশু ও বৃদ্ধরা। কুমিল্লার বুড়িচং উপজেলা সরকারি হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
শয্যার চেয়ে দ্বিগুন রোগী ভর্তি হচ্ছে। ঠান্ডাজনিত রোগ নিয়ে আসা শিশুদের চাপ বেড়েছে বুড়িচং সরকারি হাসপাতালে। সরেজমিনে ঘুরে দেখা যায়,তিল ধারনের ঠাই নেই। শিশু বৃদ্ধ মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।জরুরি বিভাগ ও বহির্বিভাগে আসা রোগীর অভিভাবকরা বেশিরভাগই নিউমোনিয়া,সর্দি-কাশি, শাসকষ্টের কথা বলছে। চিকিৎসকরা শারীরিক অবস্থা দেখে ভর্তি করছেন।বাকিদের চিকিৎসা পরামর্শ দিয়ে বাড়ি পাঠাচ্ছেন। রোগীর স্বজনরা জানান, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নিয়মিত খোঁজখবর নিচ্ছে এবং ঔষধ দিচ্ছেন।