মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি:-
১০ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় ডিওয়াইডি প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেএসকেএস’র প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল আলম, একাউন্ট অফিসার আব্দুর রাশেদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) কেন্দ্রীয় কমিটি ঢাকা’র পরিচালক এম.এ মজিদ সরকার, হরিজন নেতা দিলচাদ, হরি বাস্ফর, প্রিয়া বৈশ্যসহ ফিল্ড ভলেন্টিয়ার ও বিভিন্ন পেশার উপকারভোগী, দলিত সম্প্রদায়ের নেতৃবৃন্দ। র্যালিটি প্রেসক্লাব সম্মুখ সড়ক হইতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, জাতিসংঘের সাধারন পরিষদ ১৯৪৮ সালে ১০ ডিসেম্বর পৃথিবীর সকল মানুষের জন্য মানবাধিকার সার্বজনীন ঘোষনা পাশ করে। এতে ৩০টি অনুচ্ছেদ আছে। তাতে বলা হয়েছে মানুষের মর্যাদা ও অধিকার ভোগের ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করতে হবে এবং ২ অনুচ্ছেদে বৈষম্যহীনতের কথা বলা হয়েছে। জাতি ধর্ম-বর্ণ, নারী-পুরুষের মধ্যে বৈষম্য করা যাবে না। জীবন ঘটনা ও ব্যক্তিগত নিরাপত্তা প্রতিষ্ঠা প্রত্যেকের জীবন-ধারনে অধিকার থাকবে। সেইসাথে ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিটি মানুষের থাকবে।