নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:-
নওগাঁর পোরশায় জেলা প্রশাসনের নির্দেশে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয় করার উদ্যোগ নেয়া হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল এর নির্দেশনায় জেলার ১১ উপজেলায় ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এর অংশ হিসাবে শুক্রবার সকালে নিতপুর জামতলা হোটেলের পাশের কাঁচা বাজারে এর উদ্বোধন করেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় গরুর মাংস ৬০০টাকা কেজি দরে বিক্রয় করা হয়। অসচ্ছল মানুষদের সুবিধার্থে ২৫০ গ্রাম থেকে শুরু করে প্রয়োজন মোতাবেক সকলের কাছে মাংস বিক্রি করা হয়। মাংসের দামের ঊর্ধ্বগতি রোধে সকলকে উদ্বুদ্ধ করণের লক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। ইউএনও মো. আরিফ আদনান জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগীতায় গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে। চাহিদা অনুযায়ী গরু জবাইয়ের সংখ্যা বৃদ্ধি করা যেতে পরে বলে তিনি জানান। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির সহ কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।