শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ–
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলার রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে ১নভেম্বর শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদও প্রশিক্ষণ ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, উপজেলা প্রাণী সম্পাদ অফিসার শেখ আল মামুন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাহারুল ইসলাম, কে এম মফিজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহ মোঃ আনিস, ক্যাশিয়ার মোসাঃ সোনিয়া আক্তার। এসময় উপজেলা যুব উন্নয়ন সফল উদ্যোগক্তা মোঃ খবীরুদ্দীন, সেলিনা আক্তার, মোঃ রফিকুল ইসলাম মিলন, মেরিনা আক্তার প্রমুখ।