শহিদুল ইসলাম ধনবাড়ী প্রতিনিধি:-
স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তারিধারাবাহিকতায় টাংগাইলে ধনবাড়ী উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবসটি পালনে সকাল ১০ঘটিকায় ধনবাড়ী উপজেলা এর সামনে স্থাপিত শহিদ মিনারে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা মডেল মসজিদের খতিব মোশাররফ হোসেন।
শহীদ বীর বুদ্ধিজীবীদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। ধনবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান সহ ধনবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে একে একে বিভিন্ন সরকারি বে- সরকারি দপ্তর ও স্কুল কলেজের পক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানসুধীজন ও অন্যান্যরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে ধনবাড়ী উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।