Crime News tv 24
ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে ৪ মাদকসেবীকে আটক করল পুলিশ; এক বছরের কারাদণ্ড।

admin
ডিসেম্বর ১৫, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-

কুমিল্লার বুড়িচংয়ে কাচারীতলা এলাকা থেকে ৪ মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ এবং ৪ জনের এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানা ওসি আজিজুল হক। তিনি জানান, শনিবারে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাচারীতলা এলাকা থেকে মাদক সেবনকালে চার যুবককে আটক করে থানা পুলিশ।

ওসি আজিজুল হকের নির্দেশনায় এসআই জিয়া ও এএসআই আশরাফ সঙ্গীয় ফোর্স গিয়ে ওই চার যুবককে হাতেনাতে আটক করে।

পরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।

মাদকসেবীরা হলেন, ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর এলাকার চান মিয়ার ছেলে ফরহাদ হোসেন (৪৩), ময়নামতি ইউনিয়নের দক্ষিণ সমেষপুর এলাকার আক্কাছ মিয়ার ছেলে মোঃ সৈকত (২৬), ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকার ছগির আহম্মেদের ছেলে আব্দুল্লাহ লাল-মামুন (৩২), ময়নামতি ইউনিয়নের কাচারীতলা এলাকার আব্দুল মজিদের ছেলে মনির হোসেন (৩২)।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, মাদক সেবন করার সময় ৪ যুববকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরো বলেন,বুড়িচং উপজেলায় মাদক ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।