Crime News tv 24
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকার লংঙ্গনে নরকখন্ডে পতিত বসবাসযোগ্য পৃথিবী। -এড. সাইফুল ইসলাম সেকুল।

admin
ডিসেম্বর ১৬, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:-
সবল দুর্বলের উপর, বড় বড় রাষ্ট্রগুলো দূর্বল রাষ্ট্রে প্রয়োগ করছে অন্যায় যুদ্ধ, স্বৈরাচারী শাসকগোষ্ঠি ভিন্নমত ধারনকারী মানুষদের উপর চালাচ্ছে নিপিড়ন, নিযার্তন। ফলে দখলচ্যুত হয়ে উদ্ভাস্তু , গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে মিলিয়নে বিলিয়ন। মানবাধিকার লংঙ্গনে নরকখন্ডে পতিত বসবাসযোগ্য পৃথিবী বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় মহাসচীব এড. সাইফুল ইসলাম সেকুল। গতকাল ১৫ ডিসেম্বর, মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের মালেশিয়া শাখার আহব্বায়ক ফজলুল করিম সোহরাফের সভাপতিত্বে, যুগ্ন আহব্বায়ক মামুন পাটোয়ারীর সঞ্চালনায় তিনি আরো বলেন, ক্ষমতার লোভে ধবংসলীলায় মেতে উঠেছে প্রভাবশালীরা। মানবতার ছবক দানকারী স্বৈরাচারি শাষকগোষ্ঠিই সবচেয়ে বেশি হরন করেছে মানবাধিকার। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার লংঙ্গনের দায়ে স্বৈরাচারী শাসকগোষ্ঠি ভীত, পলায়নরত, আতংন্কগ্রস্হ। গুম, খুন, হত্যা, নির্যাতন ও ভিন্নমত দমন নিয়মিত ঘটনা হলেও স্বাধীনচেতা গনমানুষ তা প্রতিরোধে জীবন দিয়ে হলেও পিছপা হয় না এবং মানবাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে। অতি সম্প্রতি শ্রীলংকা, বাংলাদেশ, সিরিয়ায় স্বৈরাচারী শাসকগোষ্ঠির পলায়নপর অবস্হা উলেখ্য করে অন্যান্য বক্তারা বলেন, ফিলিস্হিন, সিরিয়া, সুদান, আফগানিস্হান, কাশ্মির, মিয়ানমারসহ বিভিন্ন অঞ্চলে মানবাধিকার নানানভাবে চরমভাবে লংঙ্গিত হচ্ছে, জাতীসংঘ কর্তৃক ১৯৪৮ সালে গৃহিত সার্বজনীন মানবাধিকারের শর্তগুলো পুরনের মাধ্যমে বসবাসযোগ্য হয়ে উঠবে সাম্য ও ন্যায়ের পৃথিবী।
সভায় আরো বক্তব্য রাখেন হাজী সৈয়দ জাকিরুল আলম, প্রফেসর ড. তারিকুল ইসলাম মারুফ, এডভোকেট জনি শিকদার, হারুন অর রশিদ দেওয়ানজী, আনোয়ার শিকদার, মোশারফ হোসেন, ইন্জিনিয়ার রাকিব রাজা, কামরুল ইসলাম, শামীম আহম্মদ, শুকুর আলী, আজহার খোকা প্রমুখ। কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা হাফেজ মাওলানা মোঃ মাসুম বিল্লাহ। সভায় দেড় শতাধিক মানবতাবাদী নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।