নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধিঃ-
নীলফামারীর ডিমলার সর্বস্তরের জনগণ ও উপজেলা প্রশাসন সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছেন।
১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সরকারি বিধি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি পালনের জন্য উপজেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ডিমলা থানার অফিসার ইনচার্জ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্কুল কলেজ মাদ্রাসার প্রধানগন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমন্বয়ে কয়েকটি উপকমিটি করা হয়। কমিটিগুলো সারাদিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।১৬ তারিখ সূর্যোদয়ের সাথে সাথে পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি আধা সরকারি সায়ত্ব শাসিত এবং বেসরকারি ভবনে পতাকা উত্তোলন, বিজয় চত্বরে ৩১ বার তপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয় বিজয় চত্বর সংলগ্ন স্মৃতি অম্লানে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধার আত্মার প্রতি সম্মান জানাতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ বেদী উন্মুক্ত করে দেওয়া হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ১০টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়। বাদ জোহর বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বিদেয়ী আত্মার মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি, সম্প্রীতি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।
দুপুর ২টায় উপজেলার হাসপাতালে ও বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকেল তিনটায় উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের আড়ম্বর পুণ্য মেলার আয়োজন করা হয়। তাছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব ছাত্রদের নিয়ে প্রীতি ফুটবল, কাবাডি এবং ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়।