Crime News tv 24
ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

admin
ডিসেম্বর ১৬, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বুড়িচং (কুমিল্লা)প্রতিনিধি:-

সমাজসেবা অধিদপ্তরের আওতায় শিশু সুরক্ষার লক্ষ্যে চাইল্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা” কমিটি (সিবিসিপিসি) কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক ওরিয়েন্টেশন সভার আয়োজন করে।
১৫ ডিসেম্বর (রবিবার) সকালে ফয়েজ আহমেদ মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা সমাজসেবা অফিসার কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী সমাজসেবা অফিসার আহাম্মদ উল্লাহ, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।


কমিটির সদস্য সচিব মোঃ আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ লিটন রেজা মেম্বার, মোঃ মানিক মিয়া মেম্বার, মাহফুজুর রহমান ও মহিলা মেম্বার আয়েশা বেগম।
উক্ত প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সারাদেশের ১০ টি জেলার ১০ টি ইউনিয়নে । এর মধ্যে কুমিল্লার একমাত্র বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়নকে নির্ধারণ করা হয়েছে এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর এর অধীনে চাইল্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্রথম পর্যায়ে ১০০টি ইউনিয়নের (প্রতিটিতে ৩টি করে) মোট ৩০০ টি ওয়ার্ডে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি(CBCPC) গঠন করা হয়েছে। অনুষ্ঠানে ৩ জন ওয়ার্ড এবং ২৯ জন গ্রাম স্বেচ্ছাসেবী “(গ্রাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবী)”সম্পৃক্তকরণে অনুষ্ঠিত হয়।