Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় পুলিশের উপর হামলার তিন যুবলীগ নেতা আটক।

admin
ডিসেম্বর ১৭, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুল গফুর শিকদার  (ভোলা) জেলা প্রতিনিধি:-

ভোলার মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় তিন যুবলীগ নেতা কে গ্রেফতার করেছে মনপুরা থানা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দিন ও দিবাগত রাত এ পৃথক অভিযানে উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও চর কলাতলীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত তিন আসামিকে (১৭ ডিসেম্বর) রোজ মঙ্গলবার কোর্টের মাধ্যমে ভোলা জেল হাজতে ফেরন করা হয়েছে ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন,  মোঃ নূরনবী ফরাজী (৪৫), ২ নং হাজিরহাট ইউনিয়ন, রাজনৈতিক পরিচয় ২ নং হাজিরহাট ইউনিয়নের যুবলীগ সভাপতি। উক্ত আসামিকে অদ্য রাত ৯.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয় ।
মোঃ অলিউল্লাহ অলি(৪২), চর ফয়জউদ্দিন ৭ নং ওয়ার্ড ২ নং হাজিরহাট ইউনিয়ন। হাজীরহাট ইউনিয়ন
যুবলীগের সাংগঠনিক সম্পাদক।অদ্যরাত ০৮:৩০ ঘটিকায় অভিযানপূর্বক পালিয়ে যাওয়ার প্রাক্কালে গ্রেফতার করা হয়।মোঃ অলিউল্যাহ (৫৬)
০৮নং ওয়ার্ড, ০৫নং চর কলাতলী ইউনিয়ন, থানা- মনপুরা জেলা-ভোলা। মনপুরা থানাধীন ০৫নং চর কলাতলী ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি।

তারা একই মামলার এজাহারভুক্ত আসামি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ প্রাথীর মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিরা পুলিশকে লক্ষ করে হত্যার উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয় । পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।মনপুরা থানা মামলা নং -১, জি আর ১৬/২৪।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে হতার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।