Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি কর্তৃক ৪০ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক।

admin
ডিসেম্বর ১৯, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিলন বিশেষ প্রতিনিধি:-

বর্ডার গার্ড বাংলাদেশ মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা কারায় সীমান্তে বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপর রয়েছে। এরই প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুলাঘাট বিশেষ ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল ভর্তি এস এ পরিবহন এর একটি কার্গো ট্রাক কুড়িগ্রাম হতে লালমনিরহাট হয়ে ঢাকায় গমন করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে কুলাঘাট বিশেষ ক্যাম্প হতে একটি বিশেষ টহলদল উক্ত কার্গো ট্রাকটি বড়বাড়ী নামক স্থান হতে আটক করে। পরবর্তীতে উক্ত কার্গো ট্রাক তল্লাশী করে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রীপিচ, প্যান্ট পিস ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উক্ত ভারতীয় অবৈধ মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। এ ব্যাপারে সীমান্ত এলাকা হতে এ ধরণের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল এস এ পরিবহন এর মাধ্যমে চোরাকারবারীরা চোরাচালান না করতে পারে সে ব্যাপারে এস এ পরিবহন কুড়িগ্রাম অফিসকে জানানো হয়েছে। উল্লেখ্য, এস এ পরিবহনের রংপুর বিভাগীয় অফিস হতে আগত কর্মকর্তাদের অনুরোধে শুধুমাত্র অবৈধ পন্যসমূহ আটক করে কার্গো ট্রাকটি চালক, হেল্পার ও এস এ পরিবহনের কর্মকর্তাদের মুচলেকা নিয়ে এস এ পরিবহন কর্মকর্তাদের জিম্বায় দিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে সকল ধরণের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে