উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁয় গতকাল ১৮ ডিসেম্বর “নওগাঁ পাক হানাদার মুক্ত দিবস” উপলক্ষে নওগাঁয় আনন্দশোভাযাত্রা অনুষ্ঠিত। নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “একুশে পরিষদ নওগাঁ” -আয়োজিত ১৯৭১ সালে ১৮ ডিসেম্বর নওগাঁ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে স্থানীয় মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব শরিফুল ইসলাম খান।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম। নওগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ,বি, এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম,এম রাসেলসহ সংগঠনের সদস্যগণ। সভাশেষে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একুশে পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়। উল্লেখ্য যে একুশে পরিষদ নওগাঁ বরাবরের মতো দিবসটি পালন করে আসছে।
নওগাঁ #