নিজস্ব প্রতিবেদক ঝালকাঠি কাঠালিয়াঃ-
কাঠালিয়া থানার পাটিখালঘাটা ইউনিয়ন এর নেয়ামত পুরা গ্রামের কুয়াশা বাজারে মনির হোসেন পিতা হারুন অর রশীদ বাদশা, ওপেন চালাচ্ছে মাদকের ব্যাবসা, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মংচানলা কে বারবার অভিযোগ করার পরেও নেই কোন প্রতিকার, স্থানীয় সাধারণ মানুষ জানান সকাল থেকে রাত ১০/ ১১ টা পরযন্ত চলে শতশত মোটরসাইকেল যোগে মাদক কিনতে আসে মনির এর কাছে, আমরা ভয়ে কিছু বলতে পারছি না কারন এই মনির এর আছে ভয়ংকর সন্ত্রাসী বাহিনী, আমাদের দাবী প্রশাসন মনির কে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন নয়তো ওসির বিরুদ্ধে গণস্বাক্ষর দিয়ে রেঞ্জ ডিআইজি মহোদয় বরাবর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করবেন, আরো জানান এই ওসি মংচানলা যোগদান করার পরে থেকে মনিরের মাদক ব্যাবসা যেন বৈধ ব্যাবসার চেয়েও বহুগুণে বেড়ে যায়।