কবি
আনোয়ারুল কবির বাবলু:-
রক্ত সাগর পাড়ি দিয়ে
বিজয় দিবস এলো
দালাল দোসর সব পালালো
রাজাকারের স্বপ্ন ভেঙে গেলো।
তিরিশ লক্ষ শহীদ হল
ইজ্জত গেল মায়ের
যোদ্ধ শেষে পায়না বোন
মুক্তি যোদ্ধা ভাইয়ের।
দেশের লাগি যোদ্ধে গেল
নব বধুর স্বামী
ভালোবাসায় আগলে রেখো
দেশটা অনেক দামি।
যোদ্ধে গেল স্বামী সন্তান
ফিরলোনাতো আর
দেশটা মোদের স্বাধীন হলো
কান্দে রাজাকার।
স্বাধীন দেশের মুক্ত আকাশ
উড়ছে স্বাধীন পতাকা
ঘরে ঘরে বিজয় মিছিল
হাতে সবার লাল সবুজের পতাকা।
স্বাধীনতায় ঘুন ধরেছে
পঞ্চাশ বছর পরে
পরাজিত শাবকরা আজ
সেই পতাকায় খামছে ধরেছে।
প্রতিশোধের নেশায় তারা
বদলাতে চায় ইতিহাস
রক্তে কিনা এই পতাকা
নয়তো ইহা পাতিহাঁস।
শকুনেরা খামছে ধরে
এটা নতুন কথা নয়
বিজয় দিবস থাকবে দেশে
হারাবেনা, থাকবে জগতময়।