Crime News tv 24
ঢাকারবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার সময় দুই পাসপোর্ট যাত্রীকে ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

admin
ডিসেম্বর ২২, ২০২৪ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:-

গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার (২৮), একই গ্রামের জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫) ও ইউসুফ আলীর ছেলে আব্দুল কাদের (৩২)।

পুলিশ জানায়, হৃদরোগের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন গ্রামের পাসপোর্টযাত্রী মনোজ কুমার কর (৭০) তার মেয়ে অবন্তি করকে (২৭) নিয়ে রবিবার ২২ ডিসেম্বর সকালে ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় কয়েকজন পাসপোর্ট দালাল তাকে ও তার মেয়েকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ইমিগ্রেশন সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশে গলিতে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় তাদের কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দালালচক্র পালিয়ে যায়। ঘটনার পর তাদের চিৎকারে এলাকার মানুষ পুলিশে খবর দেয়। বেনাপোল পোর্ট থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, পাসপোর্টযাত্রী মনোজ কুমার করের মেয়ে অবন্তি কর গ্রেফতার তিনজনসহ এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেফতারদের বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চলমান আছে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১