Crime News tv 24
ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

admin
ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ-

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, আহবায়ক: মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহবায়ক: শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহবায়ক: হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব: সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য: তাসভীর উল ইসলাম

২নং যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সিদ্ধান্ত কুড়িগ্রাম জেলার বিএনপি’র কার্যক্রমকে গতিশীল করবে।”

এর আগে ২০১৬ সালে তাসভীর উল ইসলামকে সভাপতি এবং সাইফুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট ত্রৈবার্ষিক কমিটি গঠন করা হয়েছিল। তবে চলতি বছরের প্রায় ২ মাস আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত আহবায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা) বলেন, “এই কমিটি দলের ঐক্য পুনর্গঠনে ও তৃণমূল পর্যায়ে বিএনপি’র কার্যক্রম আরও শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করবে।”