মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান ও আবু কাউছার আরমান। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মোঃ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ শাহীন হোসাইন রেজা, মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, হাফেজ মোঃ রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, জামায়াতের বুড়িচং ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোঃ শরিফুল্লাহ খান, শ্রমিক নেতা মাওলানা ফয়েজুল্লাহ পাটোয়ারী, মাওলানা খলিলুর রহমান, সোলেমান পাটোয়ারী, জালাল হোসেন খান, মাওলানা মোঃ ইসরাফিল, জহিরুল ইসলাম, ইব্রাহিম খলিল, কৃষিবিদ আল আমিন ভূইয়া, জামাল হোসেন প্রমুখ
২০২৫-২৬ সেশনের জন্য জাকারিয়া খান সৌরভকে সভাপতি ও মোঃ জয়নাল আবেদিন কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বুড়িচং উপজেলা কমিটি নির্বাচন করা হয়।