দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়
(২৪ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জয়পুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জয়পুর ইউনিয়নের ৩ ওয়ার্ডের মানুষের মাঝে স্মার্ট কার্ড বিতরন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবির শুভ উদ্বোধন করেন।
পরে আলোচনা সভায় দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম,সিনিয়র জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম। এসময় নবাবগঞ্জ আনিসুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাফিদ মোস্তফা,ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা, জয়পুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ওবায়দুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলায় ১,৫৮,০৫২ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরন করা হবে। উদ্বোধনের প্রথম দিন জয়পুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ৪০৮০ জন স্মাার্ট কার্ড পাবে।