মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি:-
গোপালগঞ্জে শব্দদূষন সচেতনতা ও নিরাপদ সড়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবিরের সভাপতিত্বে গোপালগঞ্জ পৌরসভার হল রুমে পরিবেশ অধিদপ্তর ,বিআরটিএ আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জনসচেতনতায় ,শব্দদূষন নিয়ন্ত্রনে সমম্ভিত ও অংশীদারিত্ব মুলক প্রকল্প, বন ও জলবায়ু পরিবর্তন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,মোহাম্মাদ কামরুজ্জামান জেলা প্রশাসক গোপালগঞ্জ ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।
এ সময় জেলার পরিবহন চালক ও শ্রমিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্টিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি চালক ও শ্রমিকদের দিক নিদের্শনা মুলক বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবিতেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানসহ বিভিন্ন সরকারী প্রতিষ্টানের কর্মকর্তা বৃন্দ।