Crime News tv 24
ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের কম্বল বিতরণ।

admin
ডিসেম্বর ২৫, ২০২৪ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ।গভীর রাতে উপজেলার পশ্চিমপাড় থেকে রাধাগঞ্জ পর্যন্ত সড়কের দু’পাশের বিভিন্ন বাড়িতে গিয়ে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিঘলীয়া গ্রামের ৬০ বছরের বৃদ্ধা শেফালী বেগম বলেন, গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে। ঘরে গরম কাপড় ছিলো না। এই ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। হঠাৎ করে আমাগো ইউএনও ম্যাডাম আমার বাড়িতে কম্বল নিয়ে আসলো। কম্বলডা পাইয়া খুব উপকার হইছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, এটি আমাদের রুটিন মাফিক কাজেরই অংশ। সমাজের গরীব অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এই উপজেলায় সরকারিভাবে আশা কিছু কম্বল আমি আমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে শীতার্ত মানুষদের বাড়িতে পৌছে দিলাম।