Crime News tv 24
ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কবিতা জীবন রংয়ের আলপনা…….

admin
ডিসেম্বর ২৫, ২০২৪ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

কবি আনোয়ারুল কবির বাবলু:—–

শেষ রাতের তারা গুলো যখন মিটমিট করে জ্বলে
আধো আলো আধো অন্ধকারে তোমার মসৃণ মুখ হৃদয় দরপনে ভেসে উঠে।
অতীতের স্মৃতি মাখানো জীবনালেখ্য, মেহেদি রাঙ্গা হাত
লাল বেনারসি শাড়িতে মুড়ানো তোমার হালকা গড়নের মেদহীন নরম শরীর ।
লাজুক ভঙ্গিতে বসেছিলে, হলুদ গাঁদা আর হাসনাহেনা ফুলে সাঁজানো বাসর সজ্জায়।
মোমের আলোতে দুধে-আলতা গায়ের রং যেন আমাকে মাতাল করে তুলে ছিল।

জীবনের সব কিছু তোমাকে দিলাম, হৃদয় নিংড়ানো ভালোবাসা
সাধ এবং সাধ্যের যা কিছু ছিল, শুধু বাকী ছিল আমার জীবন।
ভালোবাসলাম, ভালোবাসা দিলাম, উজার করে দিলাম
শুধু দিলেনা তোমার প্রেম ভালোবাসা, হৃদয়ে আঁকা আলপনা।

আমি সাগর পাড়ে দাঁড়িয়ে নির্বোধের মত সাগড়ের ঢেউ গুনেছি
আর তুমি, তোমার মনের রাজকুমার কে কল্পনা করে আমার দুঃখের সাগড়ে সাঁতার কেটেছ।
তোমার সাঁতারের ঢেউ আমার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে
উপচে পড়া লোনা জল আমাকে ক্ষত বিক্ষত করে।

তুমি আমার হবেনা, তবে কেন এসেছিলে তুমি, এই অবুঝ হৃদয়ে
বুঝলাম যেদিন, জীবন চলে গেছে বহুদূর
ফিরবেনা আর কোনদিন, নিঃসঙ্গ আমি একা
ফিরাবে কি শূন্য হাতে এই অবেলায়।