নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধিঃ-
নীলফামারীর ডিমলায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯.০০ টায় ডিমলায় বাবুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নীলফামারী জেলা কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুস সাত্তার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য,রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক ও জেলা সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল এবং উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী বৃন্দ।
ডিমলা উপজেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশনের আগামী দুই বছরের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সাবেক সভাপতি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলামকে সভাপতি এবং মাওঃ রফিকুল ইসলামকে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি কে শপথ বাক্য পাঠ করার জেলা সভাপতি এবং বাকি ৩৪ সদস্যকে শপথ বাক্য পাঠ করার উপজেলা সভাপতি।