মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী আখতার উল-আলম ও সহকারী পুলিশ সুপার হালুায়াঘাট সার্কেল দিক নির্দেশনা মোতাবেক অদ্য ইং ২৬/১২/২৪ তারিখ অফিসার ইনচার্জ ধোবাউড়া থানার সার্বিক তত্বাবধানে ,এসআই (নিরস্ত্র)/মিলন মিয়া, এএসআই (নিরস্ত্র)/মোঃ ইমদাদুল হক, এএসআই (নিরস্ত্র)/সুমনুর রহমান সহ, রাত্রিকালীন অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানাধীন পশ্চিম সোহাগীপাড়া সাকিনস্থ ধৃত আসামী আঃ রহমান (৩৫) এর বসত ঘর হইতে ২০ বোতল ভারতীয় মদ সহ ০১ জন আসামী মোঃ আব্দুর রহমান (৩৩) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে থানা পুলিশ সূত্রে জানায ।