শাহনাজ পারভীন মিতা……..
পলেস্তারা খসে খসে বিবর্ণ প্রাণহীন মানুষ
ইটের গাঁথুনিতে লুকিয়ে আছে প্রেমের ফানুস,
পুরানো ঢাকার ওই জরাজীর্ণ বিল্ডিংয়ের শ্যাওলায়
হারিয়ে গেছে সময় নগরায়নের এই আলোকছটায়।
বুড়িগঙ্গার বুকে ভেসে বেড়াতো যে প্রেমিক যুগল
চাঁদের জোছনায় রুপালি আলো তারা ঝলমল,
আহসান মঞ্জিলের সিড়ির উপর তুমি ঠায় দাঁড়ায়
আকাশের তারারা খসে পড়ে দহনের তীব্রতায়।
মানুষের মাঝে মানুষের মুখ মানচিত্রে আঁকা
শহরের বুকে বয়ে চলা পথের মাঝে পথ বাঁকা,
সময়ের বিবর্তনে নদী শুকায় স্রোত অবরুদ্ধ
পলেস্তারা খসে প্রেম ঝরে পরে গোলাপ সুগন্ধ।।
চাঁদনি রাত বুড়িগঙ্গায় হারায় কত প্রেমকথা
তুমি বয়ে চলো গভীর বেদনায় অজস্র চুপকথা ।