Crime News tv 24
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।

admin
ডিসেম্বর ২৮, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীগণের উপস্থিতিতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাণীশংকৈল ১১টায় থানা এর আয়োজনে “সম্প্রীতির ঐকাতনে গাহি সাম্যের গান” প্রতিপাদ্যকে ধারণ করে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

এ সময় তিনি বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ হিসেবে আত্নপ্রকাশ  করে বাংলাদেশ । স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি বংলাদেশ সবসময় একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে পরিচালিত হয়ে আসছে। মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশে আমাদের জন্ম  আমরা এ বাংলাদেশের নাগরিক  তাই আমরা এ বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন  সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি  রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা সিংরাই সরেন মানিক,ছাত্র প্রতিনিধি তারেক।

সমাবেশে ঠাকুরগাঁও তথা রাণীশংকৈল উপজেলার সকল ধর্মাবলম্বীরা র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিতি ছিলেন।