নিজস্ব প্রতিবেদকঃ-
নগরীর পলাশপুর ৫ নং ওয়ার্ড এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহতর নাম বেবি বেগম। তিনি পলাশপুর ৫ নং ওয়ার্ডের জামাল হাওলাদার এর স্ত্রী।গতকাল রবিবার দুপুর দের টায় হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।আহতসুত্রে জানা গেছে,আহত বেবি বেগমের জমির পাশে পার্শ্ববর্তী হাসি, খুশি জমি ক্রয় করে।হঠাৎ করে ওই জমিতে শুক্রবার দিন রাতে হাসি খুশি ভাড়াটে লোকজন দিয়ে বাউন্ডারি ওয়াল করে।এ সময় হাসি খুশি জোরপূর্বক বেবির কিছু জমি জবরদখল করে বাউন্ডারি ওয়াল করে।এ নিয়ে বেবি স্থানীয়দের মাঝে অভিযোগ জানালে প্রতিপক্ষ হাসি,খুশিচ জামাল সহ অজ্ঞাত ৫-৭ জন ক্ষিপ্ত হয়ে বেবির উপর অতর্কিত হামলা চালায়।এ সময় প্রতিপক্ষরা লাঠি দিয়ে পিটিয়ে বেবিকে গুরুতর জখম করে।
বর্তমানে আহত বেবি শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহতদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।