Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক-০১

admin
ডিসেম্বর ৩১, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:-

রাজশাহী জেলার বাঘা থানা বিনোদপুর বাজার এলাকায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে পাঁকা রাস্তার হতে গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.৩৫ টায় একজন মাদককারবারিকে ৩০০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

আটককৃত অভিযুক্তের নাম মোঃ রবিউল ইসলাম রবিন (২৩)। সে বাঘা থানাধীন পাকুরিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল আনুমানিক ০৪.২০ টায় বাঘা থানা মীরগঞ্জ বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানা এলাকায় বিনোদপুর বাজারস্থ বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে পাঁকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম ফোর্স-সহ গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৪.২৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৪.৩৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে ১৫ টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য ৩০০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মোঃ পারভেজ (৩৬), পিতা-মৃত কালাম, সাং-পারসাওতা, থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রবিউল ইসলাম রবিন ও পলাতক অভিযুক্ত মোঃ পারভেজদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম
01712483534