Crime News tv 24
ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে জমি সংক্রান্ত জেরে স্থানীয় সাওতালকে মারপিট ও ঘরে অগ্নী সংযোগের অভিযোগ।

admin
জানুয়ারি ৫, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক শিরিন গাইবান্ধা জেলা প্রতিনিধি:-

জমি সংক্রান্ত দ্বন্দের জেরে প্রভাবশালী স্থানীয় রাজারহার ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে মারপিট ও  আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ করছে স্থানীয় সাওতাল সুন্দর মন্ডের ছেলেরা । এ অভিযোগের ভিত্তিতে  গত ৪ জানুয়ারী সকাল ১১ টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতাল বাসিন্দা সুন্দর মন্ডলের দুই ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের জমি নিয়ে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে গত শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার ভোগদখলিয় জমিতে এমপিথ্রি যোগে মাটি ভরাট করতে থাকে। এক পর্যায়ে বৃটিশ শরেন ও শৈলেশ শরেন ও তাদের দাবীকৃত জমি পুকুরের পার বাশঝাড় সংলগ্ন মাটি ভরাট করতে থাকে। সে সময় চেয়ারম্যান রফিকুল জমি নিজের দাবি করে মাটি ভরাট করতে নিষেধ করে তাতেই ক্ষিপ্ত হয়ে সাওতালরা চেয়ারম্যানের উপর হামলা করে। পরে চেয়ারম্যানের সাথে দ্বন্দ শুরু হয়। পরে দু পক্ষ মারপিটে জরিয়ে পরে। এসময় বৃটিশ সরেনের মা আহত হয়।

এর সুত্র ধরে শুক্রবার রাত আনুমানিক  ৮টার সময়  শৈলেশ সরেনের বাড়িতে কে বা কহারা অগ্নিসংযোগ করে। আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ থেকে ফায়ার সার্ভিস টিম যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে এতে তেমন কোন ক্ষতি হয়নি। পরিত্যক্ত একটি একচালা টিনের ঘরের কিছু টিন ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে শৈলেস সরেন জানান, আমি ঘুমিয়ে ছিলাম হঠাৎ দেখী বাহিরে কে কথা বলছে তখন বাড়ী থেকে বেড় হয়ে দেখি বোতলে পেট্রোল ভরে ছিটিয়ে দিয়ে গ্যাস ম্যাস দিয়ে আগুন লাগাচ্ছে। আমি এগিয়ে গেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তখন আমি তাদের পিছু ধাওয়া করি কিন্তু তাদের চেনা যায়নি। শৈলেশের স্ত্রীও একই কথা বলেন।

স্থানীয় এলাকাবাসী বলেন, জমি নিয়ে মারামারি হয় শুক্রবার সকালে কিন্তু আগুন রাতে কে লাগিয়েছে আমরা জানি না। তবে স্থানীয়রা বলেন, আগুন লাগালে কাছেই ঘরের ছাপড়াতে আগুন লাগার কথা কিন্তু উপরে কিভাবে লাগলো।

এ বিষয়ে চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার বিষয়ে আমি জানি না। আমি কেন আগুন লাগাতে যাব এটা ষড়যন্ত্র। তারা নিজের বাড়ীতে নিজেরাই আগুন লাগিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।এঘটনায় পুলিশ প্রশাসন আজ দুপুরে গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত ইকবাল পাশা ও গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রশিদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।