মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকিরমোড়া নামক স্থান হতে সংকুচাইল বিওপির টহল দল কর্তৃক ভারতীয় নাগরিক মোঃ হোসেন মিয়া (৫৮), পিতা- মৃত মুকতল হোসেন, গ্রাম-নজরপোড়া, পোষ্ট-কলসীমোড়া, থানা-বক্সনগর, জেলা-সিপাহীজলা (ভারত)কে আটক করে।
এছাড়াও অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:২০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর চন্ডিদ্বার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনাকালে ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুইয়াপানিয়া নামক স্থান হতে ০৩ জন ভারতীয় নাগরিক যথাক্রমেঃ (ক) দোজন দেব বার্মা (৩৫), পিতা-মৃত নন্দলাল দেব বার্মা, (খ) তমে দেব বার্মা (৩৩), পিতা-মৃত সচীন্দ্র দেব বার্মা এবং (গ) বিমল দেব বার্মা (৩৬), পিতা-মৃত রবি দেব বার্মা, সকলের গ্রাম-নন্দকুমার পাড়া, পোষ্ট-কমলসাগর, থানা-মধুপুর, জেলা-সিপাহীজলা (ভারত) ও একই দিন সকাল ১১:২০ ঘটিকায় কসবা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিকাপুর নামক স্থান হতে কসবা বিওপির টহল দল কর্তৃক ভারতীয় নাগরিক মোঃ বাদশা মিয়া (৩০), পিতা- মৃত আলী মিয়া, গ্রাম-মিয়া পাড়া, পোষ্ট-কমলা সাগর, থানা-মধুপুর, জেলা-সিপাহীজলা (ভারত)।
উক্ত আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত হতে বাংলাদেশে চোরাচালানী পন্য পাচারে সহায়তা ও চিনি পাচার করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।