Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত সমাজ ফাউন্ডেশনের উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

admin
জানুয়ারি ৯, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ কাওছার হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ-বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে “আলোকিত সমাজ ফাউন্ডেশন” নামের একটি সামাজিক সংগঠন।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র পরিবারের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন “আলোকিত সমাজ ফাউন্ডেশন” নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার(৪ ই জানুয়ারী-২০২৫) বরিশাল জেলার উজিরপুর থানার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে।”আলোকিত সমাজ ফাউন্ডেশন” নামের একটি সামাজিক সংগঠন।

“আলোকিত সমাজ ফাউন্ডেশন” এর কোষাধ্যক্ষ মোঃ সজিব ইসলাম বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ,ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই “আলোকিত সমাজ ফাউন্ডেশন” এবার পরিকল্পনা করে আমাদের গ্রামে এখন পর্যন্ত ৬০ টি অসহায় পরিবার ও শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে শীতবস্ত্র কম্বল।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (সুমন) তিনি বলেন, দেশে চলমান শীত ও কুয়াশায় গ্রামের দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে জীবন অতিবাহিত করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেওয়া হয়। এজন্য আলোকিত সমাজ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী প্যানেলের পরামর্শক্রমে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও অন্যান্য সকল সদস্যের মতামতের ভিত্তিতে আলোকিত সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ উদ্যোগ নিয়েছি।”

এ সময় আরো উপস্থিত ছিলেন আলোকিত সমাজ ফাউন্ডেশন (ASF) সম্মানিত কোষাধ্যক্ষ মোঃ সজিব ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (সুমন), সহ সাধারণ সম্পাদক মোঃ নুর আলম আশিক,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সুজন,সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম বেপারী, রফিকুল ইসলাম,

সম্মানিত শুভাকাঙ্খী প্যানেলের অন্যতম সদস্য মোঃ রিয়াজ, মোঃ মাহিম আব্দুল্লাহ, মোঃ নিরব, আব্দুর রহমান রাসেল, মোঃ শাহাদাত হোসেন, রাকিব ইসলাম , সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোঃ আব্দুল মান্নন, মোঃ শহীদুল ইসলাম, (সহকারী জেলা শিক্ষা অফিসার, শরীয়তপুর)। ও মোঃ নাসিমুল হক (উপজেলা একাডেমিক সুপারভাইজার। বামনা, বরগুনা)। এছাড়াও আলোকিত সমাজ ফাউন্ডেশন সংগঠনের সদস্যবৃন্দ,ওটরা ইউনিয়নের বিভিন্ন সাধারণ আমজনতা উপস্থিত ছিলেন।

আলোকিত সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে আগামীতে সমাজের উন্নয়নের বিভিন্ন সামাজিক কাজ হাতে নিবে এছাড়া ও আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা যাবে বলে আশাব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।