স্টাফ রিপোর্টার:-
ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের টুবগীতে যুবলীগ নেতা শুক্কুর খান গংদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে।
জানাযায়, বালিথুবা ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা শুক্কুর খান গং ১৭ বছরের ন্যায় এখনো চাঁদাবাজি করাসহ মানুষকে হয়রানি করে আসছে। ৫ আগস্টে সরকার পতনের পর বালিথুবা ইউনিয়নের অনেক আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এলাকা থেকে গা ঢাকা দিলে ও শুক্কুর খান গং এলাকায় পূর্বের ন্যায় চাঁদাবাজি করাসহ নিরীহ মানুষদেরকে হয়রানি করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, শুক্কুর খান গং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় নিরীহ মানুষের উপর যেমন অত্যাচার করেছে, চাঁদাবাজি করেছে এখনো সেসব করে আসছে। যেমন টুবগি এমটিবি ইটভাটার মালিকের নিকট ইট প্রতি ৫০ পয়সা করে চাঁদা দাবি করে। তাঁর দাবিকৃত টাকা না দিলে ইট পোড়ানো বন্ধ করে দিবে বলে জানায়।
এব্যাপারে ইট ভাটার মালিক তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন
শুক্কুর খান গং
চাঁদার টাকার জন্য আমার ইটভাটায় ইট পোড়ানো বন্ধ করে রাখে।বিক্রিত ইটের গাড়ি আটক করে রাখে।এখন আবার সে পূর্বের ন্যায় আমার নিকট চাঁদা দাবি করে আসছে। তাঁর দাবিকৃত চাঁদার টাকা না দিলে ইটের গাড়ি আটক করে রাখবে বলে জানায়।