নিজস্ব প্রতিবেদকঃ-
বাউফল থানাধীন বিল বিলাস গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৭০ বছরের বৃদ্ধাকে পিটিয়ে জখম করছে প্রতিপক্ষরা। এতে আহতর নাম হানিফ খন্দকার (৭০)। তিনি বাউফল থানার বিলবিলাস গ্রামের খন্দকার বাড়ির মৃত নুরুদ্দিন খন্দকারের ছেলে।পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বাউফল থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে গুরুতর আহতর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত সূত্রে জানা গেছে, আহত হানিফ খন্দকার তার বোন হাসিনা ও হালিমার পৈত্তিত ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তি তাদের কাছ থেকে ক্রয় করে।আর এ নিয়ে হানিফের খন্দকারের ভাই ইউনুস খন্দকারের ছেলেরা বিরোধ করে।ফুপুদের সম্পত্তি কেনার কারণে চাচা হানিফ খন্দকার কে মারধর সহ প্রাণনাশের হুমকি দেয় প্রবাসী ভাতিজা সজিব।কিছুদিন আগে প্রবাসে যাওয়ার আগেও চাচা হানিফ খন্দকার কে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় প্রবাসী সজীব। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ভোর সারে ৫ টায় হানিফ খন্দকার ফজরের নামাজের উদ্দেশ্যে রওনা দিলে প্রবাসী সজীবের ভাই জাফর ও সজীবের বন্ধু কামরুল সহ অজ্ঞত পাঁচ ছয় জন হানিফ খন্দকারের প্রথরোধ করে।এ সময় প্রতিপক্ষরা হানিফ খন্দকারের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে লাঠি ও রড দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি পেটাতে শুরু করে।
এ সময় আহত্বর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।বর্তমানে আহত হানিফ খন্দকার শেবাচিমের পুরুষ অর্থ পেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।