Crime News tv 24
ঢাকারবিবার , ১২ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( দুদক )- এর অভিযান

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রবিবার (১২ জানুয়ারী) সকালে দুদক গোপালগঞ্জ জেলা কর্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান ও সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেলসহ দুদক টিম বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে প্রায় ৩ ঘন্টা অবস্থান করে তারা।
অভিযানে বিশ্ববিদ্যালয়ে ফার্নিচার ও লাইব্রেরীর বই কেনায় অনিয়ম,  চাকুরিবিধি লংঘন করে ৩২ বছর বয়সের শারমিন চৌধুরী  নামে একজনকে সেকশন অফিসার নিয়োগ,  পরিকল্পনা ও উন্নয়নের উপ-পরিচালক তুহিন মাহমুদের মালামাল কেনাকাটা অনিয়ম, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা’র টেন্ডার বাণিজ্য করে সম্পদ অর্জন, বঙ্গবন্ধুর মুর্যাল ও প্রধান ফটক নির্মানে অনিয়মসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট  অভিযোগ ও বিগত বছরগুলোতে নানা অনিয়মের বিষয়ে তদন্ত করেন।
গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান, জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। অর্থ আত্মসাৎ ও অনিয়মের ফাইলগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং মামলা দায়েরের সুপারিশসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।