Crime News tv 24
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলা পরিদর্শন করলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী প্রতিনিধিঃ
জানুয়ারি ১৫, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ডিমলা উপজেলা পরিদর্শন করেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

মঙ্গলবার (১৪-জানুয়ারি) ডিমলা উপজেলায় বিভিন্ন সরকরি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। ডিমলা থানা, ডিমলা সদর ইউনিয়ন পরিষদ, ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমলা বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা সদর কেয়ার বাজার সংলগ্ন কমিউনিটি ক্লিনিক ও সদর ইউনিয়ন কেয়ার বাজার গুচ্ছগ্রাম পরিদর্শন করেন। এছাড়াও তিনি উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী, মেডিকেল অফিসার কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার বিরেন্দনাথ রায় প্রমুখ।

পরিদর্শন শেষে ডিমলা উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা করেন। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল (বান্না), ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ ও শুড়া সদস্য আব্বাস আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, সাংবাদিকসহ সকল রাজনৈতিক ও অরাজনৈতিক দলের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য যে, পরিদর্শনকালে তিনি ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রিড়া সামগ্রী ও গুচ্ছগ্রামের অসহায় দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।