টাঙ্গাইলের মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মধুপুর পৌরসভাধীন কাইতকাই গ্রামে অবৈধভাবে মাটি কাঁটা বন্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার (১৪ জানুয়ারী)বিকেলে মধুপুর পৌরসভার কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে ও ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই দুঃসাহসিক প্রশাসনিক নারী কর্মকর্তা।