আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মেলায় ১৬ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে স্ব স্ব উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে। প্রধান অতিথি স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন ও প্রদর্শিত উদ্ভাবনী উপকরণ দেখেন এবং কলা কৌশল ও উপকারিতা সম্পর্কে অবহিত হন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ, একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম তার সাথে ছিলেন। অনুষ্ঠানে বিজ্ঞান প্রজেক্টে (জুনিয়র গ্রুপ) কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় ১ম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২য় ও বুধহাটা কলেজিয়েট স্কুল ৩য় স্থান এবং সিনিয়র গ্রুপে আশাশুনি সরকারি কলেজ ১ম, আশাশুনি মহিলা কলেজ ২য় ও গুনাকরকাটি কামিল মাদ্রাসা ৩য় স্থান অধিকার করে। বিজ্ঞান কুইজে বুধহাটা কলেজিয়েট স্কুল ১ম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২য় ও শরাপপুর মাধ্যমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করে। বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র ও সিনিয়র গ্রুপে ৫ জন করে ১০ জনকে নির্বাচিত করা হয়।