আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই শামীমুর রহমান অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ার আসামীকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। টিআর-৫২/২২ ও জিআর-২৩৭/২১ (আশাঃ) এর আসামী বুড়াখারাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ মহিষকুড় বাজার হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা {নং-১৪(০১)২৫} রুজু করা হয়েছে। গ্রেফতারকতকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।