আজ আনুমানিক দুপুর একটার সময় গোপালগঞ্জ জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি চোরকে আটকে রাখা হয়। জানা যায় গোপালগঞ্জ সদর হাসপাতালের কোয়ার্টারের সাথে মালামাল ও ঔষধপত্র রাখা স্টোরের পিছনের গ্রিল কেটে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাকে ধরে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সোপর্দ করে।এরপর হাসপাতাল কর্তৃপক্ষ চোরকে পুলিশের সোপর্দ করে। জানা যায় চোরের নাম মোঃরহিম,সাং-টুপুরিয়া, সোনারগাতী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।