Crime News tv 24
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার-০২

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) পাঙ্গাসীর ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সজিব (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া কালীবাড়ি এলাকার একরামুল হোসেনের ছেলে মনসুর আলী ওরফে মনসুর (৫৫)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বুধবার ভোর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা সম্ভব হলেও আরো ৫-৬ জন পালিয়ে যায়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ, দুইটি হাসুয়া, একটি তালা কাটার মেশিন, একটি হাতুড়ি ও শাবলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে সিরাজগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর ও বগুড়ার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় আরেকটি মামলা হয়েছে।