বুধবার দিনব্যাপী মাদারীপুরের শিবচর উপজেলায় পাঁচ্চর উচ্চ বিদ্যালয় উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় উৎসবটি ঘিরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ও অভিভাবক ছাড়াও আশেপাশের শ্রেণী পেশার মানুষেরা এতে যোগ দেয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জানায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে তারা প্রতিবছর পিঠা উৎসবের আয়োজন করে আসছে
চলুন পিঠা খাই ভাপা নকশী তেলের পিঠা পাটিসাপটা মিষ্টি পাখি কিংবা ইলিশ পিঠা কত যে রকমারি পিঠা যেদিকে তাকাই পিঠার বাহার পিঠার এই মেলায় কোনটা রেখে কোনটা খাবেন বলুনতো প্রত্যেক দেশেরই একটি বিশেষ মিষ্টান্ন থাকি যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয়ক বাংলাদেশের ক্ষেত্রে সেই প্রতিনিধিত্ব করে পিঠা শৈশবের শীতকাল মানেই ছিল পিঠা শৈশবের শীতকাল মানেই ছিল মায়ের হাতের সাধের পিঠা কখনো ধোয়া ওঠা ভাপা পিঠা কখনো নকশী পিঠার সুন্দর যে মুগ্ধ হওয়া মিষ্টি পিঠার সঙ্গে ইতিহাসের গল্প শুনতে শুনতে আমাদের সময় কাটানো মানেই যেনো শৈশবের অংশ সেই শৈশবকে মনে করিয়ে দিল মাদারীপুরের শিক্ষার্থীরা আয়োজন করেছে পিঠা উৎসব পুরনো দিনের গ্রাম বাংলার ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে তখন শিক্ষার্থীদের উদ্যোগ যেনো এক বার্তা নিয়ে এসেছে শুধু পিঠা নয় এটি বাঙালির সংস্কৃতি ও ইতিহাসের পুনর্জাগরণের গল্প
উৎসবে আশায় এক অভিভাবক জানান এত ধরনের পিঠা
এক জায়গায় দেখার সৌভাগ্য বহুদিন হয়নি এটা শুধু পিঠা নয় আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় এই ব্যতিক্রমী উদ্যোগে একদিকে যেমন বিলুপ্ত প্রায় নতুন করে ফিরে আসছে তেমনি শিক্ষার্থীদের পরিশ্রম আর সৃজনশীলতা। সবাইকে মুগ্ধ করেছে পিঠা উৎসবে এই প্রাণবন্ত এই আয়োজন যেন বাঙালির প্রতিটা ঘরে ঘরে ফিরে আসে এটাই সবার চাওয়া।
১৫,০১,২০২৫