মুন্সীগঞ্জ প্রতিনিধি :
ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে আজ বৃহস্পতিবার মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ করেছে জেলা রেস্তোরা মালিক সমিতি। শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ১৬ই জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধন করে।
পরে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের কাছে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি ওসমান গণি ও মহাসচিব ইমরান হাসান সাক্ষরিত স্মারক লিপি পেশ করে। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, রাজিব হোসেন বাবু, মো. আসাদুজ্জামান শোভন, রবিন শেখ, মো. লিটন, মো. জুনায়েদ কবীর প্রমুখ।#