Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে মৎস্যঘের জবরদখলে রেখে মাছ চাষের অভিযোগ

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
জানুয়ারি ১৭, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালের কাদিরখোলায় একটি মৎস্যঘের জবরদখলে রেখে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গাজী শাহনেওয়াজ পিপলু।


অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার কাদিরখোলা গ্রামের কেরামত আলীর ৩.৫০ একর জমি লিজ নেন একই গ্রামের মৃত জোমশেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম। গত চার বছর পূর্বে তিন বছরের জন্যে ১ লক্ষ ৮০ হাজার টাকায় মৌখিক চুক্তিতে মৎস্যঘেরটি লিজ দেন কেরামত আলী। ২০২৩ সালে লিজ চুক্তির মেয়াদ শেষ হলেও ২০২৪ সালে কোন হারির টাকা ছাড়াই জোরপূর্বক ঘেরটি দখলে রাখেন সাইফুল ইসলাম।
কেরামত আলীর ছেলে অভিযোগকারী গাজী শাহনেওয়াজ পিপলু জানান, চুক্তির ৩ বছরের হারির ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বাকী ১০ হাজার টাকাসহ ২০২৪ সালের হারির টাকা দিতে পারবে না বলে হুমকি দেয়। জমি ফেরৎ চাইলে সাইফুল ইসলাম বলেন, কোন জমি ফেরৎ দিবো না, আমি জমিতে মাছ চাষ করবো। জমির কাছে আসলে বা বাড়াবাড়ি করলে জীবনে শেষ করার হুমকি দেয়। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন।
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার রিং হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যাইনি।


অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা’র কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের লোকদের ডেকে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।